বই সর্ম্পকে কিছু কথাঃ
এই বইটা জাফর ইকবাল স্যারের লেটেস্ট একটা বই। এই বইটা ২০১৫ সালের বইমেলাতে প্রকাশিত হয়। এই বইটা পরে আমার প্রথম মনে হয়েছে যে Science Fiction ও এতোটা Fell করাতে পারে। এর চেয়ে বেসি কিচু বলবনা, বাকিটা আপনারা পরলেই বু্ঝতে পারবেন।বইটার প্রথম কিছু লাইনঃ
ছোট স্টেশনটা ছবির মতো সুন্দর। প্নাটর্মের উপর ছোট একটা লাল ঘর , তাঁর পেছনে ঘন সবুজ গাছের সারি । ওপরে গাঢ় নীল আকাশ সেই আকাশে সাদা শরতের মেঘ । স্টেশনের পাশ দিযে একটা মাটির সরক গ্রামের দিকে চলে গেছে
। সরকের দুই পাশে কৄষ্ণচূড়া গাছ, সেই গাছের নরম ছায়ায় একটা কিশোরী লাল একটা ফুল হাতে নিয়ে ট্রেনটির দিকে তাঁকিয়ে আছে। ট্রেনের জানালা দিয়ে এই অপূর্র দৃশ্যটির দিকে তাঁকিয়ে থেকে শামীম নিজের মনে বলল, “বাহ ! কী সুন্দর ”
। সরকের দুই পাশে কৄষ্ণচূড়া গাছ, সেই গাছের নরম ছায়ায় একটা কিশোরী লাল একটা ফুল হাতে নিয়ে ট্রেনটির দিকে তাঁকিয়ে আছে। ট্রেনের জানালা দিয়ে এই অপূর্র দৃশ্যটির দিকে তাঁকিয়ে থেকে শামীম নিজের মনে বলল, “বাহ ! কী সুন্দর ”
ট্রেনের অন্য কোনো যাত্রীর এই দৃশ্যটি চোখে পরেছে বলে মনে হল না কারণ এই মাত্র সবাই খবর পেয়েছে সামনে একটা মালগাড়ি লাইন থেকে ছিটকে পড়েছে এবং যতক্ষণ পর্যন্ত সেগুলোকে টেনে সরানো না হচ্ছে ততক্ষণ সবাইকে এখানে বসে থাকতে হবে। সময়টা এক দুই ঘন্টা হতে পারে সাত আট ঘন্টাও হতে পারে।
ConversionConversion EmoticonEmoticon